আপনি কি আপনার প্রকল্পের জন্য নির্ভরযোগ্য টেকনিক্যাল সাপোর্ট খুঁজছেন?

Construction support, Estimate ও Drawing Design Preparation, নাকি Land Assessment ও Documentation Works?

আপনার প্রকল্প কি বর্তমানে Retrofitting, Renovation বা Structural Modifications–এর মতো কোনো কাজের প্রয়োজন অনুভব করছে?

Report Generation, Technical Proposal বা Project Documentation–এর জন্য কি কোনো নির্দিষ্ট ফরম্যাট বা স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে?

আপনার প্রকল্পের ধরন অনুযায়ী আমরা আপনাকে সবচেয়ে উপযুক্ত সমাধান দিতে প্রস্তুত।

জ্যানিম টেকনিক্যাল সল্যুশন (Janimh Technical Solution) একটি পেশাদার প্রতিষ্ঠান যা Construction, proposal preparation, estimate, ও drawing design preparation-এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পে সমন্বিত টেকনিক্যাল সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি land assessment, report generation, ও documentation works দক্ষতার সঙ্গে সম্পন্ন করে থাকে। এছাড়াও, তারা execution, retrofitting works, renovation works, এবং structural modifications সংক্রান্ত কাজের জন্য বিশেষজ্ঞ সহায়তা প্রদান করে। জ্যানিম টেকনিক্যাল সল্যুশন আধুনিক electrical solutions এবং প্রকৌশল জ্ঞান ব্যবহার করে প্রতিটি প্রকল্পে গুণগত মান, নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করে চলেছে।

আমরা বিভিন্ন টেন্ডারের প্রপোজালে কাজ করি ইনডিভিজুয়ালি। স্পেসিফিকেশন, এস্টিমেট, প্রাইমারী ড্রইং প্রিপারেশনে কাজ করি। এখন আমরা ঢাকা এয়ারপোর্টের ফুয়েল হাইড্রেন্ট সিস্টেমের ইলেকট্রিফিকেশন কাজে ইনডিভিজুয়ালি ইনভোল্ব আছি। আর আলাদা করে ফ্ল্যাট রিট্রোফিটিং, রিনোভিশনের কাজ করছি বর্তমানে।

জ্যানিম টেকনিক্যাল সল্যুশন — আপনার প্রকল্পের সঠিক টেকনিক্যাল পার্টনার।

Janimh
Janimh
Janimh
Janimh
Janimh
Janimh

Inquiry Form